ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ॥ অস্ত্র ও বোমা উদ্ধার, ২ পুলিশ আহত

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ জুলাই ২০১৬

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ॥ অস্ত্র ও বোমা উদ্ধার, ২ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩০ জুলাই ॥ মহেশপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রমজান আলী (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় দুই কনস্টেবল আহত হয়। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে মহেশপুর-কালীগঞ্জ সড়কের কাটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিসহ দুটি অস্ত্র, তিনটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। নিহত রমজান আলী মহেশপুরের যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের কুড়োই ম-লের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ, কোটচাঁদপুর, মহেশপুর ও ঝিকরগাছায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সড়কের কাটাখালীতে একদল ডাকাত রাস্তার পাশের দুটি গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির চেষ্টা করে। সে সময় ওই এলাকা দিয়ে টহল পুলিশের গাড়ি যাচ্ছিল। ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। পুলিশও চালায় পাল্টা গুলি। ১০ মিনিট ধরে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধে পুলিশের পক্ষ থেকে ২১ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ, দুটি সাটারগান, পাঁচ রাউন্ড গুলি, তিনটি বোমা, তিনটি হাসুয়া, একটি চাপাতি, দুটি ছোরা, দুটি করাত ও দঁড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহসান হাবিব ও সেলিম রেজা নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিকে তার পরিবারের লোকজন শনাক্ত করেন বলে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
×