ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড বানিয়েছে: হান্নান শাহ

প্রকাশিত: ২৩:৩৪, ৩০ জুলাই ২০১৬

সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড বানিয়েছে: হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্য গঠনের প্রশ্নে সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড বানিয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেন, জামায়াত কাদের প্রিয় আর কাদের অপ্রিয় তা জনগণ তা বোঝে। সরকার বলেছিল,জামায়াত নিষিদ্ধ হবে। কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে না। কারণ সরকারই জামায়াতকে নিয়ে রাজনৈতিক খেলা খেলে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিতদ ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহ বলেন, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, সেহেতু তাদেরই উচিত জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ গ্রহণ করা। জাতীয় কনভেনশনে তারা কোন কোন রাজনৈতিক দলকে ডাকবেন সেটা তাদের বিষয়। তিনি বনে, সরকার যদি জাতীয় ঐক্য করতে না চায়ে তাজহলে বিএনপি বিএনপি দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবে। তখন যদি সরকার বাধা দেয় তাহলে জনগণ মনে করবে সরকার নিজেই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা প্রসঙ্গে তিনি বলেন, যে মামলায় আগে খালাস দেয়া হয় রাজনৈতিক উদ্দেশে আবার সে মামলায় সাজা দেয়া হয়েছে।
×