ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমেকে শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ ॥ ক্লাসরুমে তালা

প্রকাশিত: ২১:২৭, ২৭ জুলাই ২০১৬

রমেকে শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ ॥ ক্লাসরুমে তালা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) ছাত্রলীগের কমিটি ঘোষনা নিয়ে ছাত্রাবাস ও ক্লাস রুমে তালা দিয়েছে সংগঠনটির বিদ্রোহী নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে এ পরিস্থিতি চলছে।এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যা¤পাসে পুলিশ মোতায়েত করা হয়েছে। সুত্র মতে গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। আজ বুধবার সকাল থেকে এই কমিটি ঘোষণার প্রতিবাদে পদবঞ্চিত নেতা-কর্মীরা কলেজের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়।এর আগে রাতে কমিটি ঘোষণার পরপরই প্রাক্তন কমিটির নেতারা অনুগামী কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব জানান, তাদেরকে না জানিয়ে কমিটি ঘোষণা করায় তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঘোষিত নতুন সভাপতি মাসুদ পারভেজ জানান, তিন মাসের মধ্যে কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হলেও তারা এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি। এ কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর মহানগর কমিটি আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করেছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু তালেব সাংবাদিকদের জানান, দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×