ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টিআর-কাবিখায় দুর্নীতির তদন্ত চেয়ে রিট

প্রকাশিত: ০৮:৫১, ২৭ জুলাই ২০১৬

টিআর-কাবিখায় দুর্নীতির তদন্ত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের পর টিআর-কাবিখা বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করার দাবিতে রিট করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। কেবিনেট সচিব, স্থানীয় সরকার সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনকে এই রিটের বিবাদী করা হয়েছে।
×