ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় নাইট ক্লাবে গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ১৬

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ জুলাই ২০১৬

ফ্লোরিডায় নাইট ক্লাবে গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে গুলিতে অন্তত দুইজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। রবিবার রাত সাড়ে বারোটার দিকে ফোর্ট মায়ার্সের ‘ক্লাব ব্লু’ বারে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। স্থানীয় পুলিশের ক্যাপ্টেন জিম মুলিগানের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, ‘ক্লাব ব্লু’ নামে ওই বারের পার্কিং এলাকায় গুলির ঘটনার সময় সেখানে সব বয়সীদের জন্য পার্টি চলছিল। তবে হতাহত কারও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের সবাইকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতদের বয়স ১২-২৭ বছরের মধ্যে। বিবিসি লিখেছে, এছাড়া এক বাড়িতে এবং একটি গাড়িতে গুলির ঘটনা ঘটে। এতে একজন সামান্য আহত হয়। নাইট ক্লাবে গুলির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। তদন্তের প্রয়োজনে ক্লাবটির সামনের রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। কর্মকর্তারা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে। সিরীতা গ্যারি নামে এক নারীর মেয়ে ওই পার্টিতে উপস্থিত ছিল। গ্যারি ‘ফক্স ফোর নিউজ চ্যানেল’কে বলেন, ‘আমার কন্যা ঠিক আছে, শুধু এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, তার গুলি লাগতে পারত। এক পর্যায়ে সে দৌড়ে এক গাড়ি থেকে আরেক গাড়ির আড়ালে গিয়ে কোনমতে নিজের প্রাণ রক্ষা করেছে।’ তিনি আরও বলেন, বাচ্চাদের এসবের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা সত্যিই অযৌক্তিক। তারা তাদের জীবন উপভোগ করতে পারছে না। কারণ আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মন কুটিলতায় ভরা। তারা সব সময় সবকিছু বিনষ্ট করে ফেলতে চায়। আমার মেয়ে ঠিক আছে এজন্য আমি আনন্দিত। এ ঘটনার পর ‘ক্লাব ব্লু’ বার কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেছে। সেখানে ‘সুইমস্যুট গ্লো পার্টি’ নামে একটি অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কোন পরিচয়পত্রের বাধ্যবাধকতা ছিল না। মাত্র ছয় সপ্তাহ আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে এক বন্দুকধারী একটি নাইট ক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করে।
×