অর্থনৈতিক রিপোর্টার ॥ ই-কমার্স জনপ্রিয় হয়ে ওঠায় দেশের প্রযুক্তি পণ্যের পরিবেশক, ডিলাররা অনলাইন স্টোরের দিকে ঝুঁকছেন। ফিজিক্যাল শপ বা বিভিন্ন মার্কেটে দোকান বা আউটলেট থাকা ব্যয়বহুল হওয়ায় অনলাইন স্টোর গড়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রযুক্তি পণ্যের প্রফিট মার্জিন বা মুনাফা কম হওয়ায় বিশাল অংকের টাকা খরচ করে শো-রুম না দিয়ে কম খরচে অনলাইন স্টোর গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে দেশে বিভিন্ন ই-কমার্স সাইটের পাশাপাশি প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীরা নিজেরাই গড়ে তুলছেন অনলাইন স্টোর।
জানা গেছে, ভারতে প্রতিবছর ফিজিক্যাল স্টোর (শো-রুম) বন্ধ হচ্ছে। এরই মধ্যে যার সংখ্যা লাখ ছাড়িয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পেরে তাদের অনেকেই আশ্রয় খুঁজছেন অনলাইনে। নামমাত্র খরচে অনলাইনে স্টোর খুলে সেখানে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন। ভারতের দাপুটে ই-কমার্স সাইটগুলোর মতো তারাও কম যান না। দিন দিন সে দেশে অনলাইন স্টোরের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের অনেকে এই উদ্যোগ নিয়েছেন। অনলাইন স্টোর খোলার পাশাপাশি অনেকেই আবার যুক্ত হচ্ছেন বিভিন্ন ই-কমার্স সাইটের সঙ্গে।
দেশের একাধিক প্রযুক্তি পণ্যের ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের এ বিষয়ে আগ্রহের কথা জানা গেছে। যারা অনলাইন শপ, স্টোর দিয়েছেন তাদের অনেকেই বলেছেন, আগামী দিনে এটাই হবে কেনাকাটার জনপ্রিয় মাধ্যম। যারা এখনও চালু করেননি তাদের অনেকেরই আবার বিষয়টি পরিকল্পনায় রয়েছে বলে জানিয়েছেন। তবে অনেকে অনলাইন স্টোর চালু না করলেও প্রতিষ্ঠানের ওয়েবসাইটটির ডিজাইন এমনভাবে করেছেন যে, যেখানে সব পণ্যের বিশদ বর্ণনা রয়েছে। সেখানে দেখে ম্যানুয়ালি (ফোন করে বা শো-রুমে) গিয়ে পণ্য কিনছেন প্রযুক্তিপ্রেমীরা।
বিশ্বখ্যাত তথ্যযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেলের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান বলেন, ডিস্ট্রিবিউটরদের (পরিবেশক) অনেকেই অনলাইনে যাচ্ছেন। এটা ভাল একটা দিক। আমরা সবাইকে অনলাইনে যেতে উৎসাহ দেই। তবে আমরা লক্ষ্য করেছি, উচ্চ মূল্যের প্রযুক্তিপণ্য অনলাইনের চেয়ে সরাসরি শো-রুম থেকেই ক্রেতারা কিনতে পছন্দ করছেন। তারপরও আগামীতে এই চিত্র পরিবর্তন হবে বলে তিনি আশা করেন। প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স বাগডুম ডট কমের সঙ্গে যুক্ত হয়ে অনলাইন স্টোর চালু করেছে। ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, শীঘ্রই তার প্রতিষ্ঠানের সঙ্গে দেশের একটি বড় প্রযুক্তিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান যুক্ত হবে। কৌশলগত কারণে তিনি নামটি প্রকাশ করতে চাননি।
শীর্ষ সংবাদ: