ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মীর কাশেম আলীর রিভিউ শুনানির দিন কাল ঠিক হবে

প্রকাশিত: ০৮:০৬, ২৪ জুলাই ২০১৬

মীর কাশেম আলীর রিভিউ শুনানির দিন কাল ঠিক হবে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মুত্যুদ-ে দ-িত মীর কাশেম আলীর দ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আবেদনের শুনানি আগামীকাল ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২১ জুন এই দিন ঠিক করে দেন। ২৫ জুলাই প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চে মীর কাশেম আলীর রিভিউ শুনানির দিন ঠিক করবে। রিভিউয়ের দিন ধার্য করতে ২১ জুন সকালে আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদন করেন। রিভিউ আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ১৯ জুন মীর কাশেম আলীর মৃত্যুদ- থেকে খালাস চেয়ে ১৪ যুক্তি দেখিয়ে ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদন দাখিল করেন তার ছেলে আইনজীবী মীর আহমেদ বিন কাশেম। এর আগে গত ৬ জুন মীর কাশেমের ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। ‘রিভিউ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা’ নিয়ম অনুযায়ী এই দুটি আইনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তার দন্ড কার্যকর করার উদ্যোগ নেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
×