ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২১, ১৯ জুলাই ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. ‘বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট’ -এ উক্তির প্রতিশব্দ কোনটি? ক) লেফাফাদুরস্তি খ) মূল্যবোধ গ) অর্থচিন্তা ঘ) ক্ষুৎপিপাসা ২. ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন? ক) সকলকে সমান করতে খ) সকলকে অবজ্ঞা করতে গ) সকলকে দমন করতে ঘ) সকলকে ছোট করতে ৩. বাঙালি নামটি শুনতে কেমন লাগে? ক) শ্রুতিমধুর খ) তিক্ত গ) অম্ল ঘ) ঝাল ৪. কোন শতকে তৎসম শব্দ বাঙলা ভাষাকে নিজের রাজ্যে পরিণত করে? ক) সতের খ) আঠার গ) ঊনিশ ঘ) বিশ ৫. সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজাকে বলা হয় - ক) মধ্যাহ্নিক খ) অপরাহ্নিক গ) সন্ধ্যাহ্নিক ঘ) পূর্বাহ্নিক ৬. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা’ বলতে বোঝানো হয়েছে - র. চাষারা ধনী হয়েছে রর. চাষাদের অবস্থা ফিরেছে ররর. চাষাদের উন্নতি হয়েছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন? ক) ইডেন কলেজ খ) ঢাকা সিটি কলেজ গ) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ঘ) জগন্নাথ কলেজ ৮. জাহানারা ইমামের উপাধি কী? ক) বীর প্রতীক খ) শহিদ জননী গ) বীর উত্তম ঘ) জগৎ জননী ৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? ক) অতসীমামী খ) প্রাগৈতিহাসিক গ) সরীসৃপ ঘ) চিত্রাবলী ১০. কাঙালির মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া আগ্রহভরে দেখতে লাগল? ক) গাছে খ) পাহাড়ে গ) উঁচু ঢিপিতে ঘ) চেয়ারে ১১. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা? ক) বিজ্ঞান বিষয়ক খ) হাস্যরসাত্মক গ) তথ্যপ্রযুক্তি বিষয়ক ঘ) নারীর উন্নতি বিষয়ক ১২. মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাশদহে ফিরে আসেন? ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ঘ) ১৫৯৩ খ্রিস্টাব্দে ১৩. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমা চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো - র. ধৈর্যশীলা ও সুবিবেচক রর. কোমল ও পিতৃভক্ত ররর. সরলমনা ও সংযমী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. ‘মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল।’ কারণ - র. হযরত মক্কায় চলে গিয়াছেন রর. হযরত মৃত্যুবরণ করেছেন ররর. হযরত আহত হয়েছেন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১৫. ‘কুটুম’ কোন ভাষার শব্দ ছিল? ক) তামিল-উড়িয়া খ) তামিল-মলয়ালি গ) তামিল-পাঞ্জাবি ঘ) তামিল-মাদ্রাজি ১৬. ‘অভাগীর স্বর্গ’ গল্পে মায়ের প্রতি একনিষ্ঠতা প্রকাশ পেয়েছে কোন চরিত্রের মাধ্যমে? ক) কাঙালি খ) বিন্দির পিসী গ) ঠাকুরদাস মুখুয্যে ঘ) জমিদার ১৭. ‘ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস’ গ্রন্থের রচয়িতা কে? ক) সিরাজুল ইসলাম চৌধুরী খ) মোতাহের হোসেন চৌধুরী গ) কবীর চৌধুরী ঘ) ড. হুমায়ুন আজাদ ১৮. অপুর টিনের বাক্সটি প্রকৃতপক্ষে - র. তার সম্পত্তির সমাবেশ রর. খেলার সামগ্রীর স্থান ররর. শিশুমনের একান্ত কল্পনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ক) ৪. (গ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (গ) ১১. (খ) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (ক)
×