ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিলুপ্তপ্রায় ডলফিন বাঁচাতে

প্রকাশিত: ০৫:৫৭, ১২ জুলাই ২০১৬

বিলুপ্তপ্রায় ডলফিন বাঁচাতে

বিলুপ্ত প্রায় বিশ্বের সবচেয়ে দুর্লভ প্রজাতির ডলফিন রক্ষায় নিউজিল্যান্ডকে জরুরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন (আইডব্লিউসি) এবং এর ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মাউই’স ডলফিনের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম এবং নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের অদূরের জলসীমায় এই ডলফিনের দেখা মেলে। এর সংখ্যা কমতে কমতে ৫০-এর নিচে এসে ঠেকেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আবাসস্থলে মৎস্য শিকার নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নাও হতে পারে। বিপন্ন প্রজাতির প্রাণী বিশেষজ্ঞ বারবারা মাস বলেছেন, নিউজিল্যান্ড সরকার বারবার আইডব্লিউসির উদ্বেগকে উপেক্ষা করেছে। তিনি আরও বলেন, ‘বিজ্ঞান স্পষ্ট, কিছু করা না হলে মাউই’স ডলফিন হারিয়ে যাবে।’ তিনি এ লক্ষ্যে নিউজিল্যান্ডের শত কোটি ডলারের মৎস্য শিল্পকে বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ইস্যুতে একমাত্র উপায় জোরপূর্বক ব্যবস্থা। আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রীনপিসের নিউজিল্যান্ড শাখার নির্বাহী পরিচালক রাসেল নরম্যান বলেন, ‘নিউজিল্যান্ডের ডলফিনকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার অর্থ এই দেশকে ভালবাসা। ডলফিনের সঙ্গে সাঁতার কাটার দৃশ্যের মাধ্যমে আমরা নিউজিল্যান্ডকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরি।’ -এএফপি
×