ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসিনাকে ফোন করে মোদীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ০১:১৮, ৭ জুলাই ২০১৬

হাসিনাকে ফোন করে মোদীর ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী বুধবার বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।” জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন বলে প্রেস সচিব জানান। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সময়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দুই সরকারের পক্ষ থেকেই দাবি করা হয়। গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পরদিনও শেখ হাসিনাকে টেলিফোন করে যে কোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আছে বলে জানান মোদী। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সেই জঙ্গি হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে এক ভারতীয় তরুণীও আছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে উৎপত্তিস্থল ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটি বন্দর আব্বাস থেকে ৫৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
×