ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভিন্স টেক্সটাইলের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ জুন ২০১৬

ইভিন্স টেক্সটাইলের শেয়ার বিওতে জমা

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্রখাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৩ জুন আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১৯ জুন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার আফতাব অটোর পর্ষদের সভা ৩০ জুন প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটো মোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা ১০ মিনিটে সভাটি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের (মার্চ, ১৬-মে, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। -অর্থনৈতিক রিপোর্টার এশিয়া ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ মঙ্গলবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ মঙ্গলবার থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। কোম্পানির শেয়ার বিভাগ থেকে অফিস চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ৩টার মধ্যে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পপুলার লাইফের স্পট মার্কেটে লেনদেন আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার রেকর্ড ডেটের আগে আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। লেনদেন চলবে বুধবার পর্যন্ত। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার। ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।
×