ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে নির্যাতন বিরোধী মানববন্ধন ও র‌্যালি

প্রকাশিত: ২০:৫৪, ২৬ জুন ২০১৬

নড়াইলে নির্যাতন বিরোধী মানববন্ধন ও র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ “পুলিশ হেফাজতে নির্যাতন বন্ধ কর” “স্টপ টর্চার ইন কাষ্টডি” এই শ্লোগানে নড়াইলে “নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস” মানববন্ধন কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল আদালত চত্ত্বরে বেসরকারী মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য দেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। এসময় বাংলাদেশে পুলিশ হেফাজতে মৃত্যু, কারাগারে নির্যাতন, রিমান্ডের নামে নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয় সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আব্দুল হাই সিটি কলেজের প্রভাষক মলয় কান্তি নন্দী, এ্যাডভোকেট কাজী বশিরুল হক, অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, মানবাধিকারকর্মী সাইফুল ইসলাম তুহিন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
×