ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু বিষয়ক সংবাদকে মূল ধারায় যুক্ত করার আহ্বান

প্রকাশিত: ০৮:১৯, ২৪ জুন ২০১৬

শিশু বিষয়ক সংবাদকে মূল ধারায় যুক্ত করার  আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুদের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে শিশুবিষয়ক সংবাদকে দিবস কেন্দ্রিক না রেখে এ বিষয়ে গুরুত্ব দিয়ে গণমাধ্যমে মূল ধারার সংবাদে যুক্ত করতে হবে। তারা জাতির আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের নিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদকর্মীসহ এক্ষেত্রে নীতি নির্ধারকদের মনোভাব ও দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্ক ‘চাইল্ড এ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্কের (সিএজেএন) কার্যধারা নির্ধারণ বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিএসআইডি’র সহযোগিতায় বাসস ইনফোটেইন্টমেন্ট ডট নেট এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে অর্থায়ন করেছে অস্ট্রেলিয়ান এইড। বেসরকারী একাত্তর টেলিভিশনের পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি শাহরিয়ার শহীদ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অগাস্টিন সুবাস পিউরিফিকেশন ও সিএসআইডি প্রতিনিধি আকরাম হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। সিএজেএন আহ্বায়ক ও বাসসের সিনিয়র রিপোর্টার মাহফুজা জেসমিন নেটওয়ার্কের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন। সভায় দৈনিক জনকণ্ঠের নগর সম্পাদক কাওসার রহমান বলেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণে অনেক আইন রয়েছে। সেসব আইনে কী আছে আর সেসবের কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা গণমাধ্যমের দেখা উচিত। এক্ষেত্রে সোস্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, এখনকার শিশুবিষয়ক রিপোর্টিং মূলত শিশুশ্রম কেন্দ্রিক। এর পরিবর্তে কমিউনিটিভিত্তিক রিপোর্টিং হলে প্রভাবটা বেশি হবে। পরিত্যক্ত শিশুদের কল্যাণের স্বার্থে শিশু দত্তক আইনটি পুনর্বিবেচিত হওয়া উচিত বলেও মত দেন তিনি। বিটিভি পরিচালক (বার্তা) নাসির আহমেদ বলেন, বর্তমানে শিশুদের নিয়ে গণমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয়, তার মধ্যে ধর্ষণ, নির্যাতন, দারিদ্র্য শিশুশ্রম নিয়ে সংবাদ পরিবেশিত বেশি হয়ে থাকে। কিন্তু সমাজের বিত্তশালী পরিবারের শিশুদের মানসিক বিকাশে সহায়তা করার জন্যও গণমাধ্যমে সংবাদ তুলে ধরতে হবে।
×