ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার স্পীকার বাংলাদেশে এসে অভিভূত

প্রকাশিত: ০৭:০৬, ৭ জুন ২০১৬

শ্রীলঙ্কার স্পীকার বাংলাদেশে এসে অভিভূত

সংসদ রিপোর্টার ॥ প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে এদেশের আতিথেয়তায় অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার স্পীকার কারু জয়সুরিয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উৎপাদনমুখী কর্মকা- ও কূটনৈতিক দূরদর্শিতারও প্রশংসা করেন তিনি। জাতীয় সংসদ ভবনে সোমবার ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সঙ্গে ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাক্ষাত করতে এসে তিনি এসব প্রশংসা করেন। সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত এইচ ই যশোজা গুণাসেকেরা, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রীলঙ্কান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাইকা ক্যামেরাযুক্ত এ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনল হুয়াওয়ে স্টাফ রিপোর্টার ॥ ফ্ল্যাগশিপ পি-৯ মডেলের এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে। সোমবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারজাত করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। লাইকা ক্যামেরাযুক্ত করার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির নতুন দ্বারও উন্মোচন করল হুয়াওয়ে। হুয়াওয়ে পি-৯ বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে বিশ্বের জনপ্রিয় লাইকা ক্যামেরা এজির প্রযুক্তিগত সহায়তায় ডুয়েল লেন্স ক্যামেরাযুক্ত রয়েছে। স্মার্টফোনটির ক্যামেরায় উন্নত ভিভিড কালার এবং চমৎকার মনোক্রম প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে লাইকার দক্ষ কারিগরি সহযোগিতায়। গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু হলো বিনামূল্যের স্বাস্থ্যসেবা টনিক গ্রামীণফোন এবং টেলিনর হেলথ রবিবার গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং এ দেশের স্বাস্থ্য খাতে টেলিনর হেলথের সহাযোগীদের উপস্থিতিতে স্থানীয় একটি হোটেলে টনিক উদ্বোধন করা হয়। টনিক সদস্যরা চার ধরনের সুবিধা পাবেন : ‘টনিক জীবন’-এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থজীবনযাপনে ভাল খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য পাবেন। ‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দিবে সপ্তাহের সাত দিন ২৪ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়ার। ‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দেবে। -বিজ্ঞপ্তি
×