ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:৩৭, ৫ জুন ২০১৬

ক্যাম্পাস সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্লাব ফেয়ার সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ‘সামার সল্ট-রিভাইভ ২০১৬’ নামক অনুষ্ঠানটির আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হাফিয জি এ সিদ্দিকী, প্রোফেসর এমিরেট্স, ব্র্যাক বিজনেস স্কুল, ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সেখানে বিশেষ অতিথি ছিলেন আইভান শাফাত বারি, ডিরেক্টর, অফিস অব কো-কারিকুলার এক্টিভিটি এবং আরও উপস্থিত ছিলেন ক্লাবের এ্যাডভাইজর ফাইরুয চৌধুরী। অনুষ্ঠানটির উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় একেকটি ক্লাবের সদস্যরা তাদের ক্লাবের পরিচিতি অতিথিদের সামনে তুলে ধরে। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. হাফিয জি এ সিদ্দিকী ছাত্রদের উদ্দেশে তার বক্তৃতায় পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে শক্তিশালী ভূমিকার কথা উল্লেখ করেন। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকার বাড্ডার বেরাইদে অবস্থিত। ১৯৯৫ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ। তিনি সম্পূর্ণ বিনা বেতনে এখানে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন শিক্ষার্থীদের। দরিদ্র ও মেধাবীদের জন্য রয়েছে বৃত্তির সুযোগ। এখানে এইচএসসি, অনার্স ও মাস্টার্স শ্রেণীতে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিগত বছরে কলেজের পাসের হার প্রায় শতভাগ। বর্তমানে অত্র কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রী অনলাইনে এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজে এসে আবেদনের সুযোগ রয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই ২০১৬ । যোগাযোগ : একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, ঊওওঘ-১০৮০৩১ বেরাইদ, বাড্ডা, ঢাকা-১২১২। ফোন-০১৮১৮১৬৮২১৪। ক্যাম্পাস প্রতিবেদক
×