ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছোরায় মহাজাগতিক উপাদান!

প্রকাশিত: ০৩:৪৫, ৪ জুন ২০১৬

ছোরায় মহাজাগতিক উপাদান!

প্রাচীন মিসরীয় রাজা তুতেনখামেনের ব্যবহৃত ড্যাগারের (দুধারী ছোরা) একটিতে সৌরজগতের বাইরে থেকে আসা উপাদান ছিল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। ১৯২৫ সালে তরুণ রাজার মমি উদ্ধার হওয়ার সময় এর সঙ্গে মোড়ানো অবস্থায় ড্যাগার দুটো পাওয়া যায়। ড্যাগার দুটির একটি লৌহ ও অপরটি স্বর্ণ নির্মিত। লৌহ নির্মিত ড্যাগারটির মধ্যে উল্কাপিন্ড থেকে পাওয়া ধাতু ছিল। ড্যাগারের হাতল সোনাসহ বিভিন্ন মূল্যবান ধাতু দিয়ে তৈরি। -বিবিসি ও গার্ডিয়ান
×