ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনে পরাজিত হয়ে নওগাঁয় নারীকে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ১৯:১৫, ৩১ মে ২০১৬

নির্বাচনে পরাজিত হয়ে নওগাঁয় নারীকে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে পরাজিত এক মেম্বারপ্রার্থী প্রতিপক্ষ লোকজনকে নানাভাবে হয়রানী শুরু করেছে। মামলাবাজ খ্যাত ওই মেম্বার প্রার্থী ইতোমধ্যেই এলাকায় থাকেন না এমন এক সংখ্যালঘু নারী ঝর্না রানী (৭৮) কে বাদী বানিয়ে তার নির্বাচনী প্রতিপক্ষদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। এই ঘটনা ঘটেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামে। ওই মামলায় যাদের প্রতিপক্ষ করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ২জন বিগত ২০০৩ সালে এবং তারও অনেক আগে মারা গেছেন। যে জমি নিয়ে সংঘর্ষ, হামলা, প্রাননাশের হুমকি বা জবরদখলের চেষ্টার অভিযোগ অভিযোগ আনা হয়েছে, সেই জমির মালিক মামলার বাদী ঝর্না রানী নয়। এমন কি ওই জমিতে সংঘর্ষের যে তারিখ মামলায় উল্লেখ করা হয়েছে, সেই তারিখ বা এর ২/১ বছরের মধ্যে ওই জমিতে কোন প্রকার বিবাদ বা ঝগড়ার ঘটনাও ঘটেনি বলে ঝর্না রানীর স্বজন ও ওই জমির পার্শ্ববর্তী বাসিন্দারা নিশ্চিত করেছেন। এমন কি বৃদ্ধা ঝর্না রানীও দু-চার দশ বছরের মধ্যে এখানে আসেননি। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার খয়েরবাড়ি গ্রামের জিতেন্দ্র নাথ সাহার স্ত্রী। তিনি সেখানেই থাকেন। মামলার প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান জানান, জমির মালিকানা, জবরদখল বা মারপিটের ঘটনা কাল্পনিক। প্রকৃত ঘটনা হলো, ইসবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মোকছেদুর রহমান এবারের নির্বাচনে পরাজিত হন। সেই ক্ষোভে তিনি আমাদের প্রতিপক্ষ ভেবে প্রতিশোধ নেয়ার জন্য কাল্পনিক ও মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানী করছে।
×