ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে সুপারলীগে ওঠার স্বপ্ন আবাহনীর

প্রকাশিত: ০৪:২৬, ২৮ মে ২০১৬

সাকিবকে নিয়ে সুপারলীগে ওঠার স্বপ্ন আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ কাজটা বেশ দুরূহ। তিন ম্যাচেই জিততে হবে সুপারলীগে খেলতে হলে। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) সবচেয়ে শক্তিশালী দল গড়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু সেই শক্তিমত্তার ছাপ অবশ্য মাঠে দেখা যায়নি। আগের ম্যাচে শক্ত প্রতিপক্ষ প্রাইম ব্যাংককে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তামিম ইকবালের দলটি। আজ প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে আবাহনী। আজই মাঠে নামছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা শেষ করে দেশে ফেরা সাকিব। এমনটাই জানিয়েছেন আবাহনীর ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস। বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর শীর্ষে থাকা মোহামেডান নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ফতুল্লায় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্বল ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। অন্য আরেক ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ) মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। হারতে হারতে আবাহনী ওপর রেলিগেশনেরও ছায়া পড়তে শুরু করেছিল। অনেকে বলাবলিও করছিলেন আবাহনীকে এবার রেলিগেশনের লড়াইয়ে নামতে হবে। অথচ চলতি লীগে কখনও মর্যাদার সুপারলীগ এমনকি এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপের লড়াই থেকেও ছিটকে যায়নি ঐতিহ্যবাহী দলটি। সুপারলীগ খেলার আশাও পুরোপুরি টিকে আছে। সেজন্য কঠিন পথে এগোতে হবে দলটিকে। বাকি তিন ম্যাচেই জিততে পারলে কঠিন কাজটাকেও সহজভাবে করা সম্ভব হবে আবাহনীর জন্য। কারণ গঠনের দিক থেকে অন্য সবগুলো ক্লাবের চেয়ে এবার শক্তিশালী দল গড়েছে তারা। যদিও আইপিএল খেলার জন্য শুরু থেকে দলে ছিলেন না সাকিব। নেতৃত্ব দিয়েছেন তামিম। এবার বন্ধু সাকিবকে পাশে পাচ্ছেন তিনি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে মোহামেডানের সঙ্গে অবস্থান করা প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে লড়াইটা কঠিন। কিন্তু সাকিব-তামিম জুটিতে প্রাণের সঞ্চার হয়েছে আবাহনীতে। তাছাড়া আগের ম্যাচে চলতি আসরের পারফর্মেন্স বিবেচনায় শক্ত প্রতিপক্ষ প্রাইম ব্যাংককে হারিয়ে অনুপ্রেরণাও পেয়েছে দল। এ বিষয়ে জালাল বলেন, ‘সাকিব খেলবেন। আমরা আশা করছি সুপারলীগ খেলার। সে জন্য আমাদের তিনটা ম্যাচেই জিততে হবে। এখন আমরা সেদিকেই মনোযোগী।’ কিন্তু শুরু থেকেই শক্ত দল গড়েও এমন নাজুক পরিস্থিতির কারণ কি? এ বিষয়ে জালাল বলেন, ‘আসলে দল ভাল হলেই মাঠে সেটার ছাপ পড়বে এমন নয়। আমাদের সব খেলোয়াড়ই ভাল, কিন্তু দলগতভাবে মাঠে সবাই ভাল করতে পারেনি। সেটা আমরা শেষ কয়েকটা ম্যাচে কাটিয়ে উঠতে চেষ্টা করছি।’ দলের ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ও মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া আর কেউ তেমন ভাল করতে পারেনি। এবার সাকিব ফেরাতে উজ্জীবিত আবাহনীর আরেকটি জয়ের মিশন। ৮ ম্যাচে ৪ জয়ে মাত্র ৮ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান আবাহনীর। আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডানের জন্য দারুণ কাটছে এবারের প্রিমিয়ার লীগ। সবার ওপরে থাকা দলটি মাঠের নৈপুণ্যে দুর্দান্ত। এবার নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। মাত্র ১ ম্যাচে জিতেছে সিসিএস। কিন্তু সেই একটা জয় এসেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলা দোলেশ্বর কঠিন পরীক্ষায় পড়লেও মোহামেডানের পরীক্ষাটা এত কঠিন হবে না। সে কারণে আজকের এ দুটি ম্যাচের ফলাফলেই প্রিমিয়ার লীগের টেবিলে আরেকটি বড় পরিবর্তন আসতে পারে নবম রাউন্ডে। তাই সবার নজর থাকবে ফতুল্লা ও বিকেএসপির দিকেই। মোহামেডান জিতলে আর দোলেশ্বর হেরে গেলে একক শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে মোহামেডানের। আর নবম রাউন্ডের বাকি ম্যাচগুলোয় ১১ পয়েন্ট নিয়ে তিনে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র। তারা জিতে গেলে দুইয়ে উঠে আসবে দোলেশ্বরকে হটিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে মোহামেডান-দোলেশ্বর জিতে গেলে অবস্থানের কোন হেরফের হবে না। অপর ম্যাচে আবাহনীর মতোই খারাপ অবস্থার মধ্যে থাকা প্রাইম ব্যাংকের এগিয়ে যাওয়ার সুযোগ। মিরপুরে তাদের প্রতিপক্ষ লীগ টেবিলে সবার নিচে থাকা কলাবাগান সিএ। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বর অবস্থান এখন গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের।
×