ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার আশঙ্কা

সড়ক প্রশস্ত হলেও সরানো হয়নি বিদ্যুতের খুঁটি

প্রকাশিত: ০৪:১১, ২৮ মে ২০১৬

সড়ক প্রশস্ত হলেও সরানো হয়নি বিদ্যুতের খুঁটি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ মে ॥ পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ কয়েকটি এলাকায় দুর্ঘটনা কমিয়ে আনতে উঁচু সড়ক বিভাজক (নিউ জার্সি ব্যারিয়ার) বসিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এখন চলছে মহাসড়ক প্রশস্ত করার কাজ। কিন্তু প্রশস্ত মহাসড়কের মাঝে এখনও রয়েছে বিদ্যুতের অনেক খুঁটি। এতে যানবাহন চালকসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সওজ সূত্রে জানা যায়, ওই মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক বিভাজক তৈরি শেষে সড়ক প্রশস্তের কাজ শুরু করে সড়ক বিভাগ। মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকার প্রশস্তের অংশে ৪৬টি বিদ্যুতের খুঁটি পড়ে। সেসব খুঁটি সরিয়ে নেয়ার জন্য সওজ ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়ে অনুরোধ করে। সে চিঠির জবাবে পিডিবি সড়কের মাঝখানের ওই ৪৬টি বিদ্যুতের খুঁটি সরানোর প্রাক্কলিত খরচ ২৬ লাখ টাকা ধরে সে পরিমাণ টাকা ব্যাংক হিসাবে জমা দিতে অনুরোধ করে। কিন্তু সড়কের খুঁটি সরানোর খাতে টাকা বরাদ্দ না থাকায় এখনও সে টাকা জমা দিতে পারেনি সওজ। শুক্রবার সরেজমিনে সালন্দর চৌধুরীহাট ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়ক প্রশস্তের কাজ চলছে। প্রশস্ত করতে গিয়ে বিদ্যুতের অনেক খুঁটি মহাসড়কের পাঁচ-ছয় ফুট ভেতরে পড়েছে। সেসব খুঁটি না সরিয়েই সালন্দর এলাকার মহাসড়ক প্রশস্তের কাজ শেষ করা হয়েছে। ঝুঁকি নিয়ে বিদ্যুতের খুঁটি এড়িয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে। এছাড়া শহরের পুরানো বাসস্ট্যান্ড এলাকায় প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ের সামনেও সড়ক প্রশস্তের পর বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রেখেই বিটুমিন প্রলেপ দেয়া হয়েছে। এর মাঝে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় চৌধুরীহাট এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতবাহী কয়েকটি খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ ওইসব খুঁটি না সরিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রেখে দেয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। লোকজন প্রচ- আতঙ্ক নিয়ে ওই এলাকা পারাপার হচ্ছে। সালন্দর এলাকার বাসিন্দা ময়নুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে সড়ক প্রশস্ত করা হয়েছে, এতে সবাই বেশ খুশি। কিন্তু রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটিগুলো বিশিষ করে হেলে পড়া খুঁটিগুলো দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আব্দুস সালাম বলেন, কয়েকদিন হলো রাস্তার কাজ শেষ হয়েছে। এর মধ্যেই তিনটি ইজিবাইক রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাদের ইজিবাইকের কোন না কোন যন্ত্রাংশ নষ্ট হয়েছে। পিডিবির নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান বলেন, যে দফতরের প্রয়োজনে স্থাপনা সরানো হবে, সে দফতরকে সব ব্যয়ভার বহন করতে হয়, এটাই নিয়ম। সওজের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের খুঁটিগুলো সরানোর প্রাক্কলিত খরচ নির্ধারণ করে নীতিমালা মেনে প্রাক্কলিত খরচের টাকা জমা দিতে বলা হয়। কিন্তু সওজ কর্তৃপক্ষ এখনও কোন পদক্ষেপ নেয়নি। খুঁটিগুলো সরানোর খরচ পেলেও তা সরাতে কিছুদিন সময় লেগে যাবে। এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর টাকা আলাদা করে বরাদ্দ ছিল না। এখন ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধন করে খুঁটি সরানোর খরচ দ্রুত সংগ্রহের পদক্ষেপ নেয়া হচ্ছে।
×