ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎসবমুখর পরিবেশে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০২:২৩, ২৬ মে ২০১৬

উৎসবমুখর পরিবেশে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ’র) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বৃহস্পতিবার সকালে ডিআরইউ ক্যাম্পাসে সংগঠনের ২১বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা। শোভাযাত্রাটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে মুক্তিযুদ্ধ যাদুঘর হয়ে ফের ডিআরইউতে এসে শেষ হয়। এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ২১ কেজি ওজনের কেক কেটে সংগঠনের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। একই সঙ্গে ডিআরইউ ক্যান্টিনে বিশেষ ভোজের আয়োজন করা হয়। সবশেষে সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আফ্রাদ, মুরসালিন নোমানী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সংগঠনের সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
×