ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়ায় প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলা ॥ আহত-৩০

প্রকাশিত: ১৮:৪১, ২৫ মে ২০১৬

কচুয়ায় প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলা ॥ আহত-৩০

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন চৌধুরী অপহরনের প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন আহত হয় ও ২ সন্ত্রাসীকে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটে উপজেলার কাদলা ইউনিয়নের মাদরাসা মাঠে। আটককৃতরা হলো, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লালুর কর্মী বোরহান উদ্দিন (২৫) ও মোয়জ্জেম হোসেন (২৫)। আহতরা হল মজিবুল হক, জাকির মেম্বার, জাহাঙ্গীর, জাব্বার, সুফিয়ান, স্বপন, রফিক, দেলোয়ার প্রমুখ। সোমবার গভীর রাতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমাম হোসেন চৌধূরীকে সবার অজান্তে কেবা কারা অপহরন করে নিয়ে যায় । প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় কাদলা মাদরাসা মাঠে স্থানীয় জনগণের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে ৬/৭টি মটর সইকেলে মুখোশ পরে একদল সন্ত্রাসী গ্রুপ সমাবেশের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে চারদিক থেকে তিন সহস্্রাধিক এলকাবাসী তাদেরকে ঘেরাও করে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গনধোলাই দেওয়া দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি মটরসাইকেল পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলকাবাসী জানায়, হামলাকারীরা বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লালুর কর্মী। জনগনের হামলায় আহত বোরহান জানান আমরা ৬/৭টি মোটর সাইকেল দিয়ে শোডাউন করে কাদলা বাজারের কাছে আসলে আমাদের উপর হামলা হয় । এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ইব্রাহীম খলিল জানান-আচরণ বিধি ভঙ্গ করে যারা শোডাউন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×