ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লৌহজংয়ে মেয়ে ঘটিত ঘটনাকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ০২:০৫, ১৫ মে ২০১৬

লৌহজংয়ে মেয়ে ঘটিত ঘটনাকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষে আহত ৩

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়ে ঘটিত ঘটানার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে হলদিয়া বাজারের ব্রীজের পশ্চিম পাশে বাজারের একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়, হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের আমির হোসেনের ছেলে মো. আমিন (১৯)-কে শনিবার রাত ১০ টার দিকে হোটেলের পাশে একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে খাবার হোটেলে মালিক মো. নাজিম ও তার ছোট ভাই মো. আরিফ। এ সময় তারা আমিনকে বাড়ি যেতে বললে তাদের দুই ভাইয়ের সাথে আমিনের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আমিন তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে গতকাল রবিবার সকাল ১০টার দিকে আমিন দলবল নিয়ে এসে হোটেল মালিক নাজিম ও আরিফের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় হোটেল মালিক দুই ভাই। অপর দিকে এ হামলা প্রতিহত করতে গিয়ে ধস্তাধস্তিতে আমিনও আহত হয়। তাদের তিন জনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ শেষে লৌহজং থানার এসআই মাসুদ জানান, মেয়ে ঘটিত ঘটনাকে কেন্দ্রে করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
×