ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৩৩, ৫ মে ২০১৬

লোডশেডিংয়ের  প্রতিবাদে সড়ক  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ মে ॥ পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এ লোডশেডিংয়ের প্রতিবাদে ও পর্যাপ্ত বিদ্যুত সরবরাহের দাবিতে বুধবার সাঁথিয়া উপজেলার বনগ্রামে স্কুল-কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা এ সময় ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ কর্মসূচীতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ যোগ দেয়। এলাকাবাসী জানিয়েছেন, পাবনা পল্লীবিদ্যুত সমিতি-২ এর আওতাধীন বনগ্রাম এলাকায় দিনের বেলায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংসহ অধিকাংশ রাতেই বিদ্যুত না থাকায় এলাকার শিক্ষার্থীরা বনগ্রাম বাজার থেকে বহলবাড়িয়া পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটারব্যাপী মানববন্ধন করে। তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে অবস্থান নেয়। একপর্যায়ে তারা রাস্তায় বসে ১ ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে। এ সময় এলাকার হাজার হাজার নারী-পুরুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এলাকার জনপ্রতিনিধিদের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
×