ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৫:৪৪, ৫ মে ২০১৬

আমবাগান বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের আমবাগান বস্তিতে অগ্নিকা-ে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। ফার্মগেটের গ্রীন সুপার মার্কেটের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় একবিঘা জমির ওপর বস্তিটি গড়ে উঠেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের বসবাস। সব মিলিয়ে অন্তত তিন শ’ পরিবারের বসবাস সেখানে। প্রতিদিনের মতো সেখানকার বাসিন্দা যে যার যার মতো কাজ করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বস্তির মাঝামাঝি জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় বস্তির বাসিন্দারা চিৎকার করতে করতে যে যার মতো দৌড়ে নিরাপদ জায়গায় যেতে থাকেন। তাদের অনেকেই আশ্রয় নেন গ্রীণ সুপার মার্কেটের আশপাশের এলাকায়। মুহূর্তেই আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে হাজির হয়। প্রায় ঘণ্টাখানেক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাপের কাজ চলছে। এদিকে আগুনে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত শ’ খানেক মানুষ। তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
×