ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় প্রবাসী হত্যায় ৪ জনের স্বীকারোক্তি

প্রকাশিত: ০৩:৫২, ৩ মে ২০১৬

কুমিল্লায় প্রবাসী হত্যায় ৪ জনের স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ মে ॥ কুমিল্লায় প্রবাসী মোঃ স্বপন মিয়া হত্যাকা-ের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যাকা-ের চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে প্রবাসী মোঃ স্বপন মিয়া গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে নিখোঁজ হন। ২৮ এপ্রিল বিকেলে নিহতের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলমসহ আত্মীয়রা দেবিদ্বার থানায় গিয়ে ছবি এবং শার্ট-প্যান্ট দেখে লাশটি প্রবাসী মোঃ স্বপন মিয়ার বলে শনাক্ত করেন। এদিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দসহ থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার ৪ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে- জেলার চান্দিনা উপজেলার বড়কুল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন ওরফে রানা, ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের রাজ্জাকের ছেলে আল আমিন, দেবিদ্বার উপজেলার কোটনা গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে মজিবুর রহমান ও তার ছেলে নাঈমুল ইসলাম ওরফে নাঈম। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাব স্টেশনে হামলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মে ॥ নওগাঁ অঞ্চলে তীব্র দাবদাহের কারণে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। কয়েকদিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শুক্রবার রাতে পতœীতলা পল্লী বিদ্যুত সাব-স্টেশনে হামলা চালিয়ে বিদ্যুত অফিসের লোকজনকে মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করে উত্তেজিত জনতা। ওই ঘটনার প্রেক্ষিতে শনিবার বিদ্যুত অফিসের পক্ষে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা হয়েছে। পতœীতলায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৯-৪০ ডিগ্রী সেলসিয়াসে। টেকনাফে মানববন্ধন স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। রবিবার বিকেলে পৌরসভার বাস স্টেশন চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন- এম আমান উল্লাহ আমান, ইউপি মেম্বার শাহ আলম সিকদার, ছাত্রলীগ নেতা আবদুল বাসেত, আদুল ওয়াজেদ, আবদুল গণি সাগর, দেলোয়ার মাহমুদ প্রমুখ।
×