ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে প্রাইমারিতে শিক্ষক সঙ্কট

প্রকাশিত: ২২:৩৫, ৩০ এপ্রিল ২০১৬

যশোরে প্রাইমারিতে শিক্ষক সঙ্কট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলায় শিক্ষক সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। জেলার এক হাজার ২৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষক সঙ্কটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, যশোর জেলায় সরকারি প্রাথমিক ও জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ২৫১টি। এসব বিদ্যালয়ে ৬৬৩টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৪৫টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। শার্শায় ৭৭টি, মণিরামপুরে ৭৩টি, বাঘারপাড়ায় ৭৬টি, ঝিকরগাছায় ৭৪টি, চৌগাছায় ২৮টি, কেশবপুরে ১২৮টি ও অভয়নগরে শূন্য রয়েছে ৬২টি সহকারী শিক্ষকের পদ। সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান বলেন, শিক্ষক শূন্যতায় শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়ে। কেননা মেধাবী শিক্ষার্থীদের আলাদাভাবে অনুশীলন করানো যায় না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী জানান, শিক্ষক শূন্যতা দূর করতে শিক্ষক নিয়োগ কার্যক্রম খুব শিগগিরই চালু করা হবে।
×