ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে টুকু হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:২৪, ৩০ এপ্রিল ২০১৬

রাজশাহীতে টুকু হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জেলা আওয়ামী লীগের নেতা ও চেম্বারের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকু’র খুনীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। ২৪ ঘণ্টার মধ্যে আত্মস্বীকৃত খুনিদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে লাগাতার আন্দোলনের হুমকি দেয়া হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। মানববন্ধন কর্মসূচীতে নিহত টুকুর স্ত্রী, ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা বিভিন্ন এবং রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এলাকাবাসী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, রাজশাহীতে একের পর এক অঘটন ঘটে চলেছে। কিন্তু কোনো ঘটনার সুরাহা করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। বক্তারা বলেন, টুকুর মতো একজন মানুষ নিজ চেম্বারে বসে খুন হয়ে যাওয়ায় রাজশাহীবাসী বিস্মিত ও আতঙ্কিত। টুকুকে কে হত্যা করেছে তা পরিষ্কার। খুনী নিজেই খুনের কথা স্বীকার করেছেন। এরপরও পুলিশ খুনীকে ধরতে ব্যর্থ হচ্ছে। মানববন্ধনে নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতা, ছেলে মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জেডু সরকার।
×