ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়ম দুর্নীতি

প্রকাশিত: ২২:৩৫, ২৭ এপ্রিল ২০১৬

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়ম দুর্নীতি

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নানা অনিয়ম দুর্নীতি ও শিক্ষক বদলী বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ফলে শিক্ষকদের সীমাহীন হয়রানীর শিকার হতে হচ্ছে এবং এতে শহর ও পৌর এলাকার বাইরের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক না থাকায় মানসম্মত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল নদী চর বেষ্টিত দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঘুরে সদর উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক বদলীর ব্যাপারে যোগ্য ও জ্যৈষ্ঠতার বিষয়ে কোন গুরুত্ব না দিয়ে অর্থের বিনিময়ে সুবিধাজনক স্থানে শিক্ষক বদলী করছেন। চলতি বছরে গত দুই মাসে শিশু শ্রেণির শিক্ষক পোষ্টিং এবং গ্রামাঞ্চল থেকে পৌর এলাকায় শিক্ষক বদলী করে আনার ক্ষেত্রে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক চাহিদা রয়েছে ছাত্রছাত্রী সংখ্যা বেশী সেখানে শিক্ষক না দিয়ে উপরন্ত ওই বিদ্যালয়ের শিক্ষককে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা নগন্য সে বিদ্যালয়ে বদলী করা হয়েছে। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে আরও বেহাল অবস্থা। অথচ সেদিকে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের নজর নেই। তিনি শুধু শহর এবং পৌর এলাকার সুবিধাজনক বিদ্যালয়গুলোতে শিক্ষক বদলী বাণিজ্য নিয়েই ব্যস্ত। এব্যাপারে অভিভাবক ও শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
×