ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোড়ার খুনের ঘটনাটি সু-পরিকল্পিত হত্যাকান্ড বলেন আইজিপি

প্রকাশিত: ২৩:৫৭, ২৬ এপ্রিল ২০১৬

জোড়ার খুনের ঘটনাটি সু-পরিকল্পিত হত্যাকান্ড বলেন আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, এ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও সুপরিকল্পিত। তবে ধারণা করা হচ্ছে, খুনিরা রেকি করে হত্যার পরিকল্পনা করেছিল। মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, আমাদের দক্ষ ইনভেস্টিগেটর আছেন। অতীতে জঙ্গিরা যেসব ঘটনা ঘটিয়েছে। সেগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ঘটনায়ও অপরাধীদের ধরা সম্ভব হবে। বিশ্বাস রাখতে হবে ও সুযোগ থাকলে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করে করে পুলিশের মহাপরিদর্শক বলেন, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জঙ্গি গ্রুপ এ খুন করেছে কিনা। তা তদন্তে জানা যাবে। তবে হত্যার ধরনে মিল রয়েছে। তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা গেলে ঘটনার মোটিভ জানা যাবে বলেও যোগ করেন আইজিপি। পুলিশের মহাপরির্দশক শহীদুল হক বলেন, জায়গাটা সিকিউরড। আশেপাশে প্রতিবোধ করা গেলে খুনিদেরকে আটক করা সম্ভব হতো। পুলিশের দায়িত্ব অপরাধীকে ধরে আইনের আওতায় আনা। সেটি আন্তরিকতার সঙ্গে করা হবে। এই আশ্বাস দেন পুলিশ প্রধান। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে আমাদের ‘জিরো টলারেন্স’ রয়েছে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়।
×