ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে ননএমপিও শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২২:৩১, ২৫ এপ্রিল ২০১৬

যশোরে ননএমপিও শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এমপিওভুক্তির দাবিতে যশোরের মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, উত্তম কুমার দাস, অধ্যক্ষ তোজাম্মেল হক, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ আবু জাফর, অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শাহিনুর রহমান ও আবদুল আজিজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুকরণ, পে-স্কেল প্রদান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইটিইইউ পুরস্কার প্রাপ্তি গোটা জাতিকে গৌরান্বিত করেছে। কিন্তু এমপিওভুক্ত না হওয়া কারণে সকল সুবিধা থেকে বঞ্চিত এক লক্ষ বিশ হাজার শিক্ষক-কর্মচারী। স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা এবং বঞ্চিত শিক্ষক-কর্মচারীদেও জীবন জীবিকা নিরাপদ করার জন্য অবিলম্বে এমপিওভুক্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
×