ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় তিন সাহসিকাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:০০, ২৫ এপ্রিল ২০১৬

কলাপাড়ায় তিন সাহসিকাকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ এপ্রিল ॥ সাধারণ তিন নারী করলেন অসাধারণ কাজটি। যার কারণে বুদ্ধি এবং বাকপ্রতিবন্ধী (পাগলী) নিরাপদ সন্তান প্রসবের সুযোগ পেল। নইলে কাক-কুকুরের খাবারে পরিণত হতো নবজাতক। এখন এ নবজাতক রয়েছে এক সরকারী কর্মকর্তার পরিবারে। তারা শিশুটি দত্তক নিয়েছে। এ কাজ করায় তিন নারীকে রবিবার দেয়া হলো সংবর্ধনা। ব্যানারে লেখা ছিল সাহসিকাদের সংবর্ধনা। এরা হলেন কলাপাড়া স্বাস্থ্য বিভাগের সহকারী জুলিয়া নাসরিন, হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাসিনা বেগম ও পান দোকানি রেহেনা বেগম। এরা তিনজনে এ কাজটি করে সমাজের ওপরতলার মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। গোয়ালঘরে কিংবা বিলের খরকুটার মতো জীর্ণ ময়লা-আবর্জনায় একাকার, মানুষ মল-মূত্র ত্যাগ করে শহরের পরিত্যক্ত আইডব্লিউটিএ বিল্ডিংয়ের নিচতলায় প্রসব বেদনায় কাতরাচ্ছিল ওই মা। সেই সময় এ তিন নারী তার সাহায্যে এগিয়ে আসেন। বেসরকারী উন্নয়ন সংস্থা সংগ্রামের পক্ষ থেকে দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, বিলকিচ জাহান, আবাসিক মেডিক্যাল অফিসার এইচএম মাহবুবুল আলম, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান, এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, এবিএম হুমায়ুন কবির, মশিউর রহমান শিমু, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।
×