ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় তিন নারী সমাজকর্মীর সংবর্ধণা

প্রকাশিত: ২২:৪৪, ২৪ এপ্রিল ২০১৬

কলাপাড়ায় তিন নারী সমাজকর্মীর সংবর্ধণা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সাধারণ এই তিন নারী করলেন অসাধারণ কাজটি। যার কারনে বুদ্ধি এবং বাক প্রতিবন্ধী (পাগলী) নিরাপদ সন্তান প্রসবের সুযোগ পেল। নইলে কাক-কুকুরের খাবারে পরিনত হতো নবজাতক পুত্র সন্তানটি। এখন এ সন্তানটি রয়েছে এক সরকারি কর্মকর্তার পরিবারে দত্তক হিসাবে। মহীয়সী এ কাজ করায় তিন নারীকে রবিবার দেয়া হলো সংবর্ধনা। ব্যানারে লেখা ছিল সাহসিকাদের সংবর্ধণা। এরা হলেন কলাপাড়া স্বাস্থ্য বিভাগের সহকারী জুলিয়া নাসরিন, খাবার হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাসিনা বেগম ও পান দোকানি রেহেনা বেগম। এরা তিনজনে মহতি এ কাজটি করে সমাজের উপরতলার মানুষকে আঙুল চোখে দিয়ে ধরিয়ে দিলেন। জানান দিলেন নিচে নেমে আস, করো কিছু মানব সেবার জন্য। এরা তিনজনে অপ্রকৃতস্থ এ মায়ের প্রসব বেদনা দুর করতে এগিয়ে এসে নিরাপদে সন্তান প্রসবের কাজটি না করলে হয়তো ওই নবজাতক আর বাচতনা। বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের পক্ষ থেকে দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। বক্তারা যতটুকুন আবেগপ্রবণ না হয়েছেন, তার চেয়েও বেশি আবেগআপ্লুত হয়ে পড়েন সংবর্ধণা নিতে আসা তিন নারী। যেন ভাল সমাজকর্মের একটু স্বীকৃতি তারা পেলেন। এ যেন তাদের কাছে বিরাট প্রাপ্তি। এ তিন নারীকে নগদ অর্থসহ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
×