ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরের চেয়ারম্যান পদে আ’লীগ ২, বিদ্রোহী ৩ ও জাপার ১ প্রার্থী জয়ী

প্রকাশিত: ২২:১৫, ২৪ এপ্রিল ২০১৬

শেরপুরের চেয়ারম্যান পদে আ’লীগ ২, বিদ্রোহী ৩ ও জাপার ১ প্রার্থী জয়ী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ তৃতীয় দফায় শেরপুর সদর উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২, বিদ্রোহী ৩ ও জাতীয় পার্টির ১ প্রার্থী জয়লাভ করেছেন। শনিবার রাতে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের ওই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতরা হচ্ছেন চরশেরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন সুরুজ আনারস প্রতিকে ৬ হাজার ৩শ ৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান পনির মোটর সাইকেল প্রতিকে ভোট পেয়েছেন ৫ হাজার ১শ ৬৬টি। চরমোচারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ খোরশেদুজ্জামান ৩ হাজার ৫শ ৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহাম্মেদ আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪শ ৬৫টি। লছমনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম মিয়া আনারস প্রতিকে ৭ হাজার ৯শ ৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল ভোট পেয়েছেন ৫ হাজার ১২। বলাইরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াকুব আলী মিলিটারী আনারস প্রতিকে ৮ হাজার ৬শ ৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দুলাল উদ্দিন মাস্টার ভোট পেয়েছেন ৮ হাজার ৫শ ৫ টি। চরপক্ষীমারী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রউফ ৫ হাজার ৫শ ৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আকবর আলী নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫শ ১০। কামারেরচর ইউনিয়নে একটি কেন্দ্র বাদে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৯ হাজার ১শ ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু ভোট পেয়েছেন ২ হাজার ২শ ৯৩ টি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ঘোষিত ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
×