ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

মুস্তাফিজ-ওয়ার্নারে হায়দরাবাদের সহজ জয়

প্রকাশিত: ০৭:৪৯, ২৪ এপ্রিল ২০১৬

মুস্তাফিজ-ওয়ার্নারে হায়দরাবাদের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বল হাতে প্রয়োজনীয় কাজটা মুস্তাফিজুর রহমানই করে দিয়েছিলেন। চার-ছক্কার খেলা টি২০ ম্যাচে ৪ ওভারে করেছেন ১৭টি ডট বল, রান দিয়েছেন মাত্র ৯ আর ১ মেডেনসহ শেষ পর্যন্ত নিয়েছেন ২ উইকেট। তার এমন দুর্ধর্ষ বোলিংয়ে শনিবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৩ রান করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক অর্ধশতকে ৫ উইকেটে ১৭.৫ ওভারে ১৪৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ৫ উইকেটে জিতে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মুস্তাফিজের দল। আর সমান ম্যাচে চতুর্থ পরাজয়ে সবার নিচেই থাকল পাঞ্জাব। টস জিতে নিজেদের মাঠে হায়দরাবাদ আগে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাবকে। দারুণ খেলতে থাকা মানান ভোহরাকে আটকে রেখে নিজের প্রথম ওভারই মেডেন করেন মুস্তাফিজ। সে ওভারেই ভোহরা (২৫) রানআউট হন। ১৪তম ওভারে ফিরতি স্পেলে এসে শন মার্শকে (৩৪ বলে ৪০) এলবিডব্লিউ এবং নিখিল নায়েককে (২২) শিকার করেন দারুণ মিতব্যয়ী মুস্তাফিজ। তবে অক্ষর প্যাটেল ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৬ রান করলে ৬ উইকেটে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। জবাব দিতে নেমে ওয়ার্নার শুরু থেকেই তা-ব শুরু করেন। শিখর ধাওয়ানকে নিয়ে ৯.৫ ওভারেই ৯০ রানের জুটি গড়ে তিনি ৩১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে সাজঘরে ফেরেন। ধাওয়ান ৪৪ বলে করেন ৪৫। এ দু’জনের পর আদিত্য টারে (০) দ্রুতই ফিরে যান। এরপর ইয়ন মরগান (২০ বলে ২৫) ও দীপক হুদা (৫) ১৭তম ওভারের শেষ দুই বলে আউট হলেও তখন জয় থেকে মাত্র ৫ রান দূরে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে জয় পায় মুস্তাফিজের দল। পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট কলকাতা ৪ ৩ ১ ৬ +১.০৭৫ দিল্লী ৪ ৩ ১ ৬ +০.৩২০ হায়দরাবাদ ৫ ৩ ২ ৬ +০.২৭৬ গুজরাট ৪ ৩ ১ ৬ -০.০৩৬ ব্যাঙ্গালুরু ৪ ২ ২ ৪ +০.৩৭১ মুম্বাই ৬ ২ ৪ ৪ -০.৫২৮ পুনে ৪ ১ ৩ ২ +০.০৮৪ পাঞ্জাব ৫ ১ ৪ ২ -১.১৩১
×