ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের সফরে বাংলাদেশে

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ এপ্রিল ২০১৬

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের সফরে বাংলাদেশে

কূটনৈতিক রিপোর্টার ॥ ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশে এলেও ঢাকায় আসছেন না। রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বুড়িমারী স্থলবন্দর ও সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। সূত্র জানায়, ভুটানে উচ্চ শিক্ষার সুযোগ সীমিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা নিয়েই দেশটি তাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চায়। সে কারণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। তবে শিক্ষাব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি বুড়িমারী স্থলবন্দরও পরিদর্শন করবেন তিনি। এছাড়া বাংলাদেশ-ভুটান বাণিজ্য বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করবেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। লালমনিরহাট থেকে জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন জানান, শুক্রবার সড়কপথে জেলার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি বাংলাদেশে পৌঁছেছেন। তার সফরের বেশিরভাগ বৈঠকই হবে রংপুরে। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করতেই ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী জিরো পয়েন্টে পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাসের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আমিনুল ইসলাম ও ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ বাঁধন কুমারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।
×