ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐতিহাসিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর ১৭৫ দেশের

প্রকাশিত: ০৮:৩৫, ২৩ এপ্রিল ২০১৬

ঐতিহাসিক জলবায়ু চুক্তিতে স্বাক্ষর ১৭৫ দেশের

জনকণ্ঠ ডেস্ক ॥ অবশেষে প্যারিস জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছেন বিশ্বনেতারা। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে ১৭৫ দেশের নেতা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রীর মধ্যে রাখার লক্ষ্য নির্ধারিত হয়েছে। খবর বিবিসি, এএফপি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। জাতিসংঘ মহাসচিব এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সকল দেশকে চুক্তির শর্ত পূরণের আহ্বান জানিয়েছেন। বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা জাতিসংঘ সদর দফতরের বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রথমে ফ্রান্স এই চুক্তিতে স্বাক্ষর করে। তারপর বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, ভারত, ব্রাজিল যুক্তরাষ্ট্রসহ অন্যন্য দেশের নেতারা স্বাক্ষর করেন। চুক্তিতে স্বাক্ষরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেন।
×