ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম দিনই মাশরাফি-তামিম মুখোমুখি

প্রকাশিত: ০৬:৩০, ২২ এপ্রিল ২০১৬

প্রথম দিনই মাশরাফি-তামিম মুখোমুখি

মিথুন আশরাফ ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শুরু হচ্ছে আজ। প্রতিদিনই তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হবে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলবে কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। তিনটি ম্যাচের মধ্যে সবার দৃষ্টি থাকবে আসলে ফতুল্লার ম্যাচটির দিকেই। ম্যাচটিতে যে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও কলাবাগান কেসি’র অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মধ্যেও দলকে জেতানোর লড়াই হবে। এবার লীগে সবার নজরেই আছে আবাহনী। দলটি যে অনেক শক্তিশালী। চার বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখছে দলটি। ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডারÑ সব আছে দলটিতে। লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, তাপস বৈশ্য, জুবায়ের হোসেন লিখন, সাকলায়েন সজিব, আর তামিমতো আছেনই। সেই তুলনায় কলাবাগান কেসি দলটিতে মাশরাফির সঙ্গে বন্ধু আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মেহরাব জুনিয়র, রবিউল ইসলাম শিপলু আছেন। ক্রিকেটারদের দেখেই বোঝা যাচ্ছে আবাহনী কতটা শক্তিশালী। হোঁচট না খেলে আবাহনীরই আজ জেতার কথা। তবে এক মাশরাফি নেতৃত্বে থাকলেই যে সব ওলট-পালট হয়ে যায় সেই ভয়ও কিন্তু আছে! প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। প্রাইম ব্যাংকে যেমন নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মনরা আছেনÑ তেমনি গাজী গ্রুপে অলক কাপালী, ইলিয়াস সানি, শামসুর রহমান শুভ, সাজেদুল ইসলাম ও এনামুল হক বিজয় আছেন। জেতার সব রকম রসদ দুই দলেই আছে। এখন দেখা যাক, জয় নিয়ে মাঠ ছাড়ে কোন্ দলটি। প্রাইম দোলেশ্বর ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) মধ্যকার খেলায় লড়াই না হওয়ার সম্ভাবনাই বেশি। সিসিএসতো এবার কোনরকমে রেলিগেশন ঠেকানোর চেষ্টাতেই আছে। দলও গড়েছে নিম্নমানের। তরুণ ক্রিকেটারে ভরপুর দলটি। অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররাই এ দলের শক্তি। যে শক্তি নিয়ে এগিয়েও যেতে চান অভিজ্ঞ রাজিন সালেহ। দলে সাইফ হাসান, সাইফউদ্দিন, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, সালেহ আহমেদ শাওনরা আছেন। এ ক্রিকেটারদের নিয়েই প্রতিপক্ষকে বিপাকে ফেলতে চায় সিসিএস। আজ যে দলটির বিপক্ষে খেলবে সেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে কতটা কী করতে পারে, সেটিই দেখা যাবে। প্রাইম দোলেশ্বরে রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল আমিন হোসেন, সাগির হোসেন পাভেল, জিয়াউর রহমান, নাসির হোসেনের মতো ক্রিকেটাররা আছেন। বোঝাই যাচ্ছে, সিসিএসের বিপক্ষে প্রাইম দোলেশ্বরই শক্তিশালী। জয়ও তাদের হাতেই ধরা দিতে পারে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এ খেলায় যে কখন কী হয়, তা বোঝা মুশকিল। সেই অনিশ্চিত কিছু ঘটে গেলে ভিন্ন কথা। তা না হলে প্রাইম দোলেশ্বরেরই জেতার কথা। কোন দলগুলো জিতবেÑ সেদিকে ঠিক কারও মনোযোগ নেই। ফতুল্লায় আবাহনী-কলাবাগান কেসি ম্যাচটির দিকেই সবার নজর রয়েছে। ম্যাচটিতে যে তামিম ও মাশরাফি একে অপরের প্রতিপক্ষ। তামিম নেতৃত্বে কেমন করেন, সেটি সবাই পরখ করবেন। আর মাশরাফির হাত যেখানেই পড়ে, সোনা হয়ে যায়। এ কথা এবারও মিলে যায় কিনা, সেদিকেও থাকছে সবার দৃষ্টি। মাশরাফি কী ভাবছেন? বৃহস্পতিবার দলকে নিয়ে স্বপ্নের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘শুরু তো অবশ্যই ভাল আশা করছি। ভাল খেলতে হবে অবশ্যই। তবে কালকের (আজকের) ম্যাচটি একতরফাও হতে পারে, আবার চ্যালেঞ্জিংও হতে পারে।’
×