ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাড্ডায় পুলিশ আহতের ঘটনায় এক জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৮, ২০ এপ্রিল ২০১৬

বাড্ডায় পুলিশ আহতের ঘটনায় এক জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা সাঁতারকুলে জঙ্গী আস্তানায় অভিযানকালে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত করার সঙ্গে জড়িত এক জঙ্গীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত জঙ্গী মেহেদী হাসান অমি ওরফে ওসামা রাফি সিলেটের একটি অঞ্চলের দায়িত্বশীল পদে রয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত নয়টার দিকে ঢাকার ডিবি পুলিশ সিলেটে অভিযান চালায়। জেলাটির আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাফি নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সিলেট শাখার দায়িত্বশীল নেতা। জিহাদী দাওয়াত দেয়া, জঙ্গীদের প্রশিক্ষণ ও অভিযান পরিচালনার দায়িত্ব ছিল তার ওপর। বাড্ডা সাঁতারকুল এলাকায় জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার সময় ডিবি অভিযান চালিয়েছিল। ওই সময় রাফি ডিবি পুলিশের এক কর্মকর্তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে পালাতে সক্ষম হয়েছিল। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকটি দল উত্তরা বাড্ডার সাঁতারকুলের জিএম বাড়ির তালিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন রোডের একটি পাঁচতলা বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলায় জঙ্গী আস্তানা থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয় গোয়েন্দা পুলিশ। বাড়ির চারদিকসহ আশপাশের রাস্তায় অবস্থান নেয় পুলিশ, ডিবি ও র‌্যাব। রাত সাড়ে দশটার দিকে বাড়িটির নিচতলায় থাকা জঙ্গী আস্তানার ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে দরজায় কড়া নাড়ে ডিবি পুলিশের সদস্যরা। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ ছিল। সহজেই দরজা খুলছিল না। এক পর্যায়ে জোরপূর্বক দরজা ভেঙ্গে ফেলার চেষ্টা করে ডিবি। এ সময় ভেতর থেকে দরজা খুলে দেয়া হয়। দরজা খোলার সঙ্গে ডিবির উপ-পরিদর্শক বাহার উদ্দিন ফারুকী ভেতরে প্রবেশ করে। চোখের পলকে জঙ্গীরা তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ফারুকী পিস্তল বের করে গুলি চালালে জঙ্গীরাও গুলি চালায়। জঙ্গী আস্তানা থেকে জিহাদী বইপত্র, ধারালো অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। আস্তানা থেকে সালাউদ্দিন ও শাহীন ওরফে কামাল নামে দুই জঙ্গী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের তথ্যমতে ওই রাতেই মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন নবোদয় হাউজিংয়ের প্রধান সড়ক সংলগ্ন ৬ নম্বর সড়কের ২৮ নম্বর পাঁচতলা বাড়িতে আরেকটি জঙ্গী আস্তানার সন্ধান মেলে।
×