ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৪:৫৩, ১৮ এপ্রিল ২০১৬

ব্রিজ ভেঙ্গে যোগাযোগ  বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৭ এপ্রিল ॥ দরাই-সুনামগঞ্জ-সিলেট সড়কের বগলাখাড়ার বেইলি ব্রিজ ভেঙ্গে গেছে। সারাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ চালু হতে আরও ১০ দিন সময় লাগবে। শনিবার বিকেলে বোগলাখাড়া গ্রামের পাশের ধরার খালের ওপর ব্রিজটিতে মাটি কাটার এক্সক্লেভেটর ভর্তি একটি ট্রাক ও পণ্যবাহী একটি কাভার্ডভ্যান একসঙ্গে উঠলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও কাভার্ডভ্যান দুটি দিরাই থেকে সুনামগঞ্জ আসছিল। দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানের দুই চালক আহত হয়েছেন। একসঙ্গে পণ্যবাহী ভারি দুটি যানবাহনের ভারে ভেঙ্গে পড়েছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই সড়কের দেবগ্রাম-বগলাখাড়ার বেইলি ব্রিজ। এদিকে ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুই দিকের শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে রয়েছে। স্টিলের তৈরি এই বেইলি ব্রিজ নতুন করে নির্মাণ করতে অন্তত ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যার ফলে দিরাই উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশ সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে আগামী ১০ দিন।
×