ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী বন্দর খুলে দেয়ার পরদিনই পিলারে ফাটল

প্রকাশিত: ০৪:২৪, ৭ এপ্রিল ২০১৬

পটুয়াখালী বন্দর খুলে দেয়ার পরদিনই পিলারে ফাটল

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৬ এপ্রিল ॥ পটুয়াখালী নদী বন্দরের সম্প্রসারণ নির্মাণ কাজে পুকুর চুরির অভিযোগ গাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় খুলে দেয়ার একদিনের মাথায় গ্যাংওয়ে পিলারে ফাটল দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে লাখ লাখ মানুষের চলাচলের বন্দরটি যে কোন মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, প্রায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় দেখিয়ে গত দেড় মাস আগে এর নির্মাণ কাজ শুরু করে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে এ বন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, বরিশাল থেকে নির্বাহী প্রকৌশলী বিষয়টি দেখভাল করেন। এখানে তার দপ্তরের কাজ দেখার কোন এখতিয়ার নেই। তবে কাজ তদারকির জন্য একজন সহকারী প্রকৌশলী বন্দরে সার্বক্ষণিক নিয়োজিত থাকার কথা থাকলেও তিনি এখানে থাকেন না। সাইটে কর্মরত শ্রমিকরা জানান, তিনি বরিশালে অবস্থান করছেন। বন্দরে কর্মরত শ্রমিকরা জানান, কাজ শুরুর পর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করেছে। নতুন করে দেয়াল নির্মাণের কথা থাকলেও পুরনো দেয়ালের পলেস্তরা উঠিয়ে কেবল পলেস্তরা করে তার ওপরে গ্রিল বসিয়ে দিয়েছে। কার পার্কিং এলাকায় পাথরের পরিবর্তে খুবই নিম্নমানের ইট ব্যবহার করেছে। যার কারণে একমাসের মধ্যেই পার্কিং এলাকার ফ্লোরে গর্ত গর্ত হয়ে গেছে। ঘাটের ইজারাদার ফারুক মৃধা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান সবচেয়ে বড় চুরি করেছে পাইলিং, পিলার ঢালাই ও গ্যাংওয়ে নির্মাণে। তিনি জানান, প্রত্যকটি পাইলিং ৬০ ফিট করার কথা থাকলেও তা করা হয়েছে মাত্র ২০ ফিট। পাইলিংয়ের ডায়া যে পরিমাণ বড় হওয়ার কথা ছিল হয়েছে তার অর্ধেক। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার রবিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত সেমিনারে আব্দুল বাসেত মজুমদার প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন ধরনের পরামর্শ ও উপদেশ তুলে ধরেন। সেমিনারে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বাংলাদেশ বার কাউন্সিল এবং ইস্ট ওয়েস্ট বিশ্বদ্যিালয়ের আইন বিভাগ যৌথভাবে আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও আইন বিষয়ক প্রকাশনার প্রস্তাব দিলে আব্দুল বাসেত মজুমদার তাতে সম্মতি জানান। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলসহ আইন পেশার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ও সোস্যাল সাইন্স অনুষদের ডিন ড. লুৎফুন নাহারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারপার্সন ড. মাহফুজ। -বিজ্ঞপ্তি
×