নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ৬ এপ্রিল ॥ আমতলী উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে । গ্রামগঞ্জে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়ছে। খাবার ও আইভি স্যালাইনের চাহিদা থাকলে ও তীব্র সঙ্কট রয়েছে। জানা গেছে, গত সাতদিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ ডায়রিয়া ও সাত শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার সর্বত্র এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন বাজারের খাবার ও আইভি স্যালাইনের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। হাসপাতালে রোগীরা চাহিদা মতো স্যালাইন পাচ্ছে না। এছাড়া হাসপাতালে এন্টিবায়োটিক ইনজেকশনের পর্যাপ্ত সরবরাহ নেই।
বুধবার আমতলী হাসপাতাল ঘুরে দেখা যায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের হাসপাতাল থেকে একটি এন্টিবায়োটিক ইনজেকশন সরবরাহ হচ্ছে। বাকি ইনজেকশন বাহির থেকে রোগীর অভিভাবকদের কিনতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা জানান, ‘তিনদিন অইছে হাসপাতালে পোলা লইয়্যা ভর্তি অইছি, ছ্যারেরা একটা ই¹াশন দেয় আর কিছু দেয় না’। হাসপাতালের জরুরী বিভাগের সহকারী চিকিৎসক ডাঃ হারুন অর রশিদ জানান, হাসপাতালে ডায়রিয়া প্রতিষেধক স্যালাইন রয়েছে। আমতলী হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ তাপস চন্দ্র ম-ল জানান, আবহাওয়ার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
উল্লাপাড়ায় সংঘর্ষে বড় ভাইয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বাঁশঝাড় দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চরসাতবাড়িয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত শাহজাহান আলী আকন্দ (৬০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা গেছেন।
এলাকাবাসী জানান, বাড়ির বাঁশঝাড়ের মালিকানা নিয়ে দুই ভাই শাহজাহান আলী ও কোবাদ আলীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে শাহজাহান আলী বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে কোবাদ আলী বাধা দেয়। এ সময় বাগ্বিত-ার এক পর্যায়ে কোবাদ আলী তার ভাই শাহজাহান আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।
টাঙ্গাইলে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আতিক হাসান (১৪) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে তারই বন্ধুরা। বুধবার দুপুরে ঘাটাইল থানা পুলিশ উপজেলার সাগরদীঘি দেওপাড়া এলাকায় একটি জঙ্গল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার কুতুবপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাহিদ, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ওয়াসিম ও একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র নিহত আতিক হাসান বিভিন্ন সময় একত্রে ড্যান্ডি নেশা করত। এক পর্যায়ে আতিক হাসান নাহিদ ও ওয়াসিমের নেশা করার দৃশ্য মোবাইলে ধারণ করে। এক পর্যায় সেই ছবি পরিবারের লোকজনকে দেখানো হুমকি দেয়।