ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পী কনকচাঁপার একক চিত্র প্রদর্শনী শুরু শুক্রবার

প্রকাশিত: ০৪:৩১, ৩১ মার্চ ২০১৬

শিল্পী কনকচাঁপার একক চিত্র প্রদর্শনী শুরু শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন ধরনের অসংখ্য গান গেয়ে পরিচিতি পেয়েছেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী কনকচাঁপা। পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করে পেয়েছেন তারকাখ্যাতি। জনপ্রিয় এই শিল্পী এবার নতুন পরিচয় নিয়ে আসছেন ভক্তের সামনে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার চার নম্বর গ্যালারিতে তার ৪দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। এটি কনকচাঁপার প্রথম চিত্র প্রদর্শনী। আগামীকাল প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এতে বিশেষ অতিথি থাকবেন দেশবরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, বিপাশা হায়াৎ ও কনকচাঁপা চাকমা। শিল্পী কনকচাঁপা এ প্রদশনীটি উৎসর্গ করেছেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে। জানা গেছে, আগামীকাল ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী চলবে। কনকচাপা জানিয়েছেন, শুধু সঙ্গীত কিংবা আঁকাআঁকিই নয়, তিনি লেখালেখিও করতে পছন্দ করেন।
×