ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২:২৭, ২৯ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নির্বাচনে ভোট ছিনতায়ের আতঙ্কে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী আলী আকবর সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে তন্তর বাজারে তার শতশত কর্মীসর্মথকদের নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে আনারস প্রার্থীর ইজেন্টদের বের করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে আওয়ামীলীগ প্রার্থী মোঃ জাকির হোসেনে বিরুদ্ধে এমন অভিযোগ করে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলি আকবর বলেন, আমি দল থেকে মননোয়ন না পেয়ে এলাকার সাধারন মানুষের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদন্ধিতা করছি । কিন্তু আওয়ামীলীগ দলীয় প্রার্থী আমার প্রচার প্রচারনায় ব্যাপক বাধাঁ সৃষ্টি করে আসছে এমন কি নির্বাচনের দিন ভোটারদের ভোট দিতে হবে না কেন্দ্র দখল করে নিজেরাই ভোট দিয়ে নিবেন, নির্বাচনে ফেল করলে আমাকে গুলি করে মারার হুমকি দিয়েছে। বিশেষ করে ব্রাম্মনখোলা,পানিয়া,রুসদি ও সিংপাড়া ২নং কেন্দ্র অতি ঝুকি পূর্ন দাবী করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবী জানান তিনি। এসময় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিঠু খান,তন্তর ইউনিয়ন স্বেচ্চা সেবক লীগের সভাপতি জয় আহম্মেদ মামুন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান কাকন ও স্থানীয় আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ দলীয় যে প্রার্থী দেয়া হচ্ছে তার কারনে দল ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্নহচ্ছে । বিগত সময় এলাকার যে পরিমান উন্নয়ন ও মানুষের জন্য কাজ করেছি আমি আশাকরি এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিবে।
×