ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৮:৩২, ২৭ মার্চ ২০১৬

বাউফলে সংঘর্ষে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হককে (৩২) লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে কালাইয়া লঞ্চঘাট এলাকায় নৌকা ও ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন ও তার ভাই রিপনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নৌকা সমর্থক সমর ও জাহাঙ্গীরকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক তার বড় ভাই ও কালাইয়া ইউপির নৌকা মার্কার নবনির্বাচিত চেয়ারম্যান ফয়সাল আহম্মেদের স্ত্রী ও সন্তানকে ঢাকায় পাঠানোর উদ্দেশে ওই সময় কালাইয়া লঞ্চঘাট গেলে স্থানীয় মাধব, জুয়েল ও চিত্ত বেপারির দোকানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কালাইয়া ইউনিয়নের পরাজিত ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ রমিজ উদ্দিন এবং তার ভাই রিয়াজসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল রাম দা, রড ও লাঠিসোটাসহ এনামুল হকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এনামুলকে রক্ষা করতে এগিয়ে এলে সমর বণিক নামের আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে জখম করে খালে ফেলে দেয়। এ খবর পেয়ে এনামুল হকের ভাই কালাইয়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান ফয়সাল আহম্মেদের কয়েক কর্মী সমর্থকরা কর্মীরা ঘটনাস্থলে গেলে ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
×