ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গীতা রায়

গোলাপ কাহিনী

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ মার্চ ২০১৬

গোলাপ কাহিনী

সাদা গোলাপ সাদা গোলাপ বিশুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। একগুচ্ছ সাদা গোলাপ উপহার দেয়ার ভেতর নিহিত থাকে অন্তরের শুভ ইচ্ছার কথা, ভালোবাসার পবিত্রতার কথা। একের প্রতি অপরের একনিষ্ঠতা, অঙ্গীকার এবং নির্ভরতার কথা। গোলাপী গোলাপ গোলাপ থেকেই গোলাপী। গোলাপী গোলাপের গ্রহণযোগ্যতা সর্বকালের, সর্বযুগের! আভিজাত্য এবং অন্তরের স্নিগ্ধতা প্রকাশ পেয়ে থাকে গোলাপী গোলাপ উপহারের মাঝে। হালকা গোলাপী রঙের গোলাপ সুখ, রোম্যান্স, আনন্দ প্রকাশের প্রতীক এবং গাঢ় গোলাপী গোলাপ প্রাপকের প্রতি প্রেরকের ভালোবাসার স্বীকৃতি, হৃদয়ের স্নিগ্ধ ভালোবাসার প্রকাশ। হলুদ গোলাপ হলুদ গোলাপ অপরকে স্বাগত জানাতে, বন্ধুত্বের প্রতীক, পরম নির্ভরতা, আনন্দ-উচ্ছ্বাস, ভালোবাসার প্রতীক। অপরকে স্বাগত জানাতে, নতুনকে আবহন করতে, নতুন মা, নতুন গ্র্যাজুয়েট অথবা বাগদান বা বিয়ের আশীর্বাদ হয়ে যাওয়া পাত্র-পাত্রীকে শুভেচ্ছা জানাতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার! হলুদ গোলাপ নতুন জীবন শুরুর আনন্দ ও ভালোবাসার প্রতীক। পিচ রঙের গোলাপ পিচ ফল রঙা (হলদে কমলা) গোলাপ মানুষের মনের সৌন্দর্য ও নমনীয় ব্যক্তিত্ব প্রকাশ করে। অপরের উন্নতিতে প্রশংসা করতে অথবা প্রিয় মানুষটির প্রতি মনের গভীর অনুভূতি বা আকূলতা প্রকাশ করতে পিচ রঙা গোলাপ হচ্ছে একমাত্র উপহার! কারো প্রতি সহানুভূতি প্রকাশেও পিচ গোলাপের জুড়ি নেই। কমলা রঙ গোলাপ কমলা গোলাপ নিয়ে আসে অহঙ্কার, উচ্ছ্বাস, আকাক্সক্ষার বার্তা! উজ্জ্বল কমলা রঙের গোলাপ প্রিয়জনকে জানিয়ে দেয় প্রেরকের মনের উষ্ণ, উদ্দীপনামূলক ভালোবাসার বার্তা, জানিয়ে দেয় প্রিয়জনকে কাছে পেতে চাওয়ার পরম আকাক্সক্ষার কথা! পূর্ণ প্রস্ফুটিত গোলাপের অর্থ, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত!’ কোমল ও বিষণœ কমলা রঙের গোলাপগুচ্ছ প্রেরকের স্বভাবের কোমলতা ও নমনীয়তাকে প্রকাশ করে। ল্যাভেন্ডার গোলাপ ‘প্রথম দর্শনেই প্রেম’ প্রকাশের অন্যতম উপহার হচ্ছে একগুচ্ছ ল্যাভেন্ডার গোলাপ। ল্যাভেন্ডার বা হালকা বেগুনী রঙ একজনের প্রতি আরেকজনের গভীর ভালোবাসা বর্ণনা করে। প্রিয়জনকে ভালোবাসার গভীরতা বুঝাতে ল্যাভেন্ডার গোলাপের জুড়ি নেই। কালো গোলাপ ভালোবাসার মৃত্যু নেই, পারস্পরিক সম্পর্ক ভেঙ্গে গেলেও সম্পর্ক জোড়া দিতে কালো গোলাপ উপহারের জুড়ি নেই। কালচে লাল বা কালচে মেরুন গোলাপকেই ‘কালো গোলাপ’ বলা হয়। কালো গোলাপ মানে হচ্ছে পুনর্জন্ম, অথবা নতুন করে শুরু। অর্থাৎ ভালোবাসায় পরাজয় বলে কিছু নেই, হেরে যাওয়া জীবনে কালো গোলাপ ‘আবার শুরু করি’ বার্তা বহন করে। নীল গোলাপ ভালোবাসার সম্পর্কে নীল গোলাপের স্থান নেই। তাই পৃথিবীতে নীল গোলাপের অস্তিত্বও নেই। রঙ হিসেবে ‘নীল’ অনেকেরই প্রিয়, কিন্তু ভালোবাসার মানুষটিকে উপহার দেয়ার জন্য, কৃত্রিম ‘নীল গোলাপ’ও দেয়া উচিত নয়। ভালোবাসার ‘লাল গোলাপ’ সব রঙের গোলাপেই ভালোবাসার কথা লেখা আছে, তবে ‘লাল গোলাপ’ ভালোবাসার নিরবচ্ছিন্ন প্রতীক। লাল মানে উষ্ণতা, লাল মানেই রোম্যান্স, লাল মানে সাহস! প্রিয় মানুষটিকে যদি একগুচ্ছ লাল গোলাপ অথবা বাগান থেকে তুলে নিয়ে আসা একটি তাজা গোলাপ দেয়া যায়, যার অর্থ ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, স্বর্গীয় ভালোবাসা পৃথিবীতেই মূর্ত হয়ে উঠে! লাল গোলাপ মানেই ভালোবাসা, লাল গোলাপ মানেই প্রেম, লাল গোলাপের শুভেচ্ছা মানেই পরস্পরের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, আকাক্সক্ষার বহিঃপ্রকাশ। লাল গোলাপের উৎপত্তি ভালোবাসার চলমান লাল গোলাপ প্রথম আবিষ্কৃত হয়েছিল সুদূর চীন দেশে, ১৮০০ শতাব্দীতে। যদিও গবেষণা থেকে জানা যায়, লাল গোলাপের অস্তিত্ব ৩৫ মিলিয়ন বছর আগেও ছিল। লাল গোলাপের জনপ্রিয়তা সর্ব যুগে, সর্বদেশে। রোমান যুগ থেকেই লাল গোলাপের জনপ্রিয়তা ছিল অবিসংবাদিত। কারণ রোম্যান্স ছাড়াও লাল গোলাপের ব্যবহার হতো সুগন্ধী ও ভেষজ ওষুধ প্রস্তুতিতে, গোলাপের ব্যবহার হতো ঘর সাজানোর কাজে। পঞ্চদশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনে ‘গোলাপ যুদ্ধে’ লাল গোলাপের প্রধান ভূমিকা ছিল, লাল গোলাপকে হাউস অব ল্যাঙ্কাস্টারের প্রতীক ধরা হতো। শুধু কী তাই, সাহিত্যেও লাল গোলাপ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। রবার্ট বার্নের কবিতা ‘দ্য রেড রোজ’ থেকে শুরু করে সম্প্রতি সাড়া জাগানো ছবি ‘আমেরিকান বিউটি’ গোলাপ বন্দনায় কাব্যময় হয়ে উঠেছে। লাল গোলাপের মহিমা লাল গোলাপ অনেক জিনিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রধান অর্থ হচ্ছে ‘প্রেমময় ভালোবাসা’। লাল গোলাপ উচ্চারণের ভেতর জড়িয়ে থাকে আবেগ আর উষ্ণতা মাখানো রোম্যান্স। হয়তো এ কারণেই লাল গোলাপের আরেক নাম ‘প্রেমিকের গোলাপ’। লাল গোলাপকে সৌন্দর্যের প্রতীকও বলা হয়ে থাকে। শতকের পর শতক, দেশের বাইরে আরও দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সর্বত্র লাল গোলাপ তার বর্ণ, রূপ এবং সৌরভ ধরে রেখেছে। লাল গোলাপ শুধুমাত্র প্রেমিক যুগলের মাঝে দেয়া নেয়া হয়, ভাবা ভুল। বিয়ে, জন্মদিন, বিশেষ কাউকে শুভেচ্ছা বার্তা ‘শুধু তোমার জন্য’ পাঠানো থেকে শুরু করে বিবাহবার্ষিকী, ক্রিসমাস, ভ্যালেন্টাইনস ডে তেও লাল গোলাপ একচ্ছত্র বিস্তার লাভ করে। প্রস্ফুটিত গোলাপের ন্যায় অপ্রস্ফুটিত গোলাপেরও নানারকম অর্থ আছে। যেমন লাল গোলাপ কুঁড়ির মানে হচ্ছে, প্রেমের প্রথম ধাপ। অর্থাৎ দুটি মানুষের মধ্যে প্রণয়ের প্রাথমিক ধাপকে গোলাপের না ফোটা কুঁড়ির সঙ্গে তুলনা করা হয়, আর দল মেলে প্রস্ফুটিত গোলাপকে মনে করা হয় দীর্ঘস্থায়ী ভালোবাসার সম্পর্ক। লাল গোলাপে ক্ষমতা, শক্তি এবং সৃজনশীলতাকে বুঝানো হয়।
×