ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আপনা-আপনি ধরন পাল্টাবে পোশাক!

প্রকাশিত: ০৫:৫০, ১৬ মার্চ ২০১৬

আপনা-আপনি ধরন পাল্টাবে পোশাক!

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে যদি আপনার শরীরের পোশাকও আপনা আপনি ধরন পাল্টে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খেয়ে যায়- তাহলে কেমন হয়? হ্যাঁ, একদল ফিনিস বিজ্ঞানী দীর্ঘ গবেষণায় এমনই এক ধরনের কাপড় তৈরি করেছেন যা পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে আপনা-আপনি খাপখাওয়াতে সক্ষম। ফিনল্যান্ডের ভিটিটি টেকনিক্যাল রিসার্চ সেন্টার স্মার্ট ক্লোদিং তৈরি প্রকল্পের আওতায় এ বিশেষ ধরনের কাপড় তৈরিতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এ পোশাক সর্বোচ্চ আরাম নিশ্চিত করবে। এ পোশাক নিজেই আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করবে। তারপর নতুন পরিবেশের সঙ্গে শরীরের তাপমাত্রাকে মানিয়ে নিতে সহায়তা করবে। তারা আরও বলেছেন, নারী ও পুরুষের শরীরের তাপমাত্রায় যেহেতু পার্থক্য রয়েছে সেহেতু এ কাপড় যাতে উভয় শ্রেণীই পড়তে পারে আমরা এ জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করছি। পাশাপাশি শরীরের অভ্যন্তর ভাগের তাপমাত্রা যেহেতু মানুষের লিঙ্গ, শরীরের আকার, উচ্চতা এবং অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে তাই সবার উপযোগী করে এ কাপড় তৈরির জন্য কাজ চলছে। গবেষকরা বলছেন, পরিবর্তিত আবহাওয়ায় তাদের তৈরি এই প্রযুক্তি যথার্থ এবং যুতসই। আর দ্রুত পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে এ কাপড়ও দ্রুত পাল্টে যেতে সক্ষম হবে। এ পোশাক বিশেষ করে পুলিশ, দমকলকর্মী, সেনা, ক্রীড়াবিদ ও সদ্যজাত শিশুদের ক্ষেত্রে বেশি উপযোগী হবে। আবার অস্ত্রোপচারের সময় ডাক্তারদের মাথা ঠা-া রাখতে এ কাপড়ের পোশাক ভূমিকা রাখবে। ভিটিটি টেকনিক্যাল রিসার্স সেন্টারের প্রধান গবেষক পেকা তৌমাল্লা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা প্রায়ই বেশি ঠা-া পরিবেশে নিজেদের অস্বস্তির কথা জানায়। তবে এক্ষেত্রে আমাদের তৈরি এ কাপড়ের পোশাক রোগীদের এ অবস্থা থেকে স্বস্তি দেবে। গবেষকরা এখন এ কাপড় দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে পোশাক বানিয়ে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।-ইউপিআই
×