ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চাওয়া নিয়ে রিটের শুনানি আজ

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মার্চ ২০১৬

বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চাওয়া নিয়ে রিটের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের তথ্যভা-ার তৈরিতে সব বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার। রিট দায়েরকারী সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করবেন। গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে। এর আগে ১ মার্চ জ্যোতির্ময় বড়ুয়া তথ্য সংগ্রহ না করতে পুলিশকে লিগ্যাল নোটিস দিয়েছিলেন। নোটিসে তথ্য সংগ্রহের এ কার্যক্রমের আইনগত কী ভিত্তি আছে তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এভাবে তথ্য চাওয়া তাদের আইনগত এখতিয়ারে পড়ে না।
×