ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার বিভিন্ন স্থানে ভেঙ্গে ফেলা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র পুনর্নির্মাণ দাবি

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মার্চ ২০১৬

ঢাকার বিভিন্ন স্থানে ভেঙ্গে ফেলা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র পুনর্নির্মাণ দাবি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বিভিন্ন স্থানে নির্মিত সংবাদপত্র বিক্রয় কেন্দ্রগুলো পুনর্স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সিটি কর্পোরেশন ভুলবশত বিভিন্নস্থানের ৭০-৮০টি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ভেঙ্গে ফেলেছে বলে দাবি করা হয় সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে। রবিবার ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন ঢাকা মহানগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৭০-৮০টি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র নির্মাণ করে সমিতির নামে বরাদ্দ দেয়। সমিতি বিক্রয় কেন্দ্রের জন্য সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়াও নিয়মিত দিয়ে আসছে। এর মধ্যে টিএ্যান্ডটি ভবন, ফুলবাড়িয়া সুপার মার্কেট, গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, গুলিস্তান ফ্লাই ওভার, ফকিরাপুল বাজারের বিপরীত, তৃতীয় রেডিয়াল ইনার সার্কুলার রোড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য ভুলবশত বিনা নোটিসে সেখানের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রগুলো ভেঙ্গে ফেলে সিটি কর্পোরেশন। পরবর্তীতে হাইকোর্টে আবেদন করলে বিক্রয় কেন্দ্রগুলো ভাঙ্গার ওপর স্থগিতাদেশ দেয় আদালত। এ অবস্থায় ভেঙ্গে ফেলা বিক্রয় কেন্দ্রগুলো পুনর্নির্মাণের দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
×