ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত: ২৩:০৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় আফরোজা আক্তার(২৪) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানাধীন জামগড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া দিয়ে হেঁটে নিশ্চিন্তপুর এলাকায় ‘অনন্ত গার্মেন্টস’ এ রওয়ানা দেয় আফরোজা আক্তার। এ সময় বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানায় মামলা দায়ের হয়েছে।
×