ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভূয়া সিআইডি পরিচয় দেয়া ৪ প্রতারকের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ২১:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরে ভূয়া সিআইডি পরিচয় দেয়া ৪ প্রতারকের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ সিআইডি’র ডিআইজি পরিচয়ে শেরপুরে বিভিন্ন জনকে সরকারি চাকুরি দেয়ার নাম করে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভূয়া ডিআইজিসহ গ্রেফতার ৪ প্রতারকের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছেন নড়াইলের লোহাগড়া থানার আব্দুছ সাত্তারের ছেলে ডিআইজি পরিচয়দানকারী রনি আমিন (৪০), ভূয়া ডিআইজি’র পিএস পরিচয়দানকারী ময়মনসিংহের কামরুজ্জামান (৩৮), তাদের সহযোগী শেরপুরের জুলহাস উদ্দিন (৪৮) ও আবু সাঈদ (২০)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালিদ জানান, ডিআইজি পরিচয়ে সরকারি চাকুরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে ২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ভুয়া ডিআইজি রনি আমিন ও তার পিএস পরিচয়দানকারী কামরুজ্জামানকে গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২জন প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ আইডি কার্ড এবং বিভিন্ন নিয়োগ সংশ্লিষ্ট ভূয়া কাগজপত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ওই ৪ জন শেরপুরের অনেক নিরীহ লোকজনকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। ওই ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
×